Friday, July 18, 2008

আপনি আমার কাছে নিরাপদ

আপনি আশ্বস্ত হতে পারেন, বিশ্বাস করতে পারেন, আস্থা রাখতে পারেন.... আপনি আমার কাছে নিরাপদ। আপনাকে দেয়ার মত আমার কমপক্ষে এতটুকু আছে। এটুকুই বা কম কি?

হতে পারে, আপনি দরিদ্র- সহায় সম্বলহীন একজন মানুষ। আমিও হয়ত আপনাকে দেয়ার মত তেমন যোগ্যতা রাখি না, কেবল একটি ছাড়া। আপনার অসহায়ত্বের আমি সুযোগ নিবো না, আপনি আমার দ্বারা আক্রান্ত হবেন না। এই সামান্য ব্যাপারটা কি আপনার কোন কাজে আসে?

হতে পারে, আপনি সম্পদশালী- অনেক বিত্ত বৈভবের মালিক। আপনার সম্পদ আমার মধ্যে কোন ঈর্ষা তৈরি করে না। আমি মানুষকে সম্পদের মাপকাঠিতে জাজ করতে শিখিনি। এই যে, সম্পদ-বিত্ত এগুলির দ্বারা আপনি আমার কাছে মুল্যবান হতে পারেননি। আপনার ভ্যালু এমন কিছু বেড়ে যায়নি যা আমার মধ্যে অস্থিরতা তৈরি করতে পারে। আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি আমার তরফ থেকে কোন ষড়যন্ত্রের আশংকা করছেন না।

হতে পারে, আপনি একজন মাস্তান- সকল খারাপ কাজই আপনার দ্বারা হয়ে থাকে। আপনি বিশ্বাস রাখতে পারেন, আমি আপনার ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করব না।

একজন মুসলিমের দেয়ার জায়গাটা এখান থেকেই শুরু। আপনি যেদিন থেকে মুসলিম সেদিন থেকে আপনি অন্যকে শান্তির নিরাপত্তা দিচ্ছেন। আপনি খুব ভাল করেই জানেন, মিথ্যা বেশিদিন টিকবে না, সত্য এসে সে জায়গা দখল করে নেবে। আপনি খুব ভাল করেই জানেন, একজন মানুষকে হত্যা করার অর্থই হচ্ছে সমগ্র মানবতাকে হত্যা করা...তাকে অপদস্ত করা।

আপনার কাছে নিরাপদ হবে আপনার পরিবেশ, অন্য সৃষ্টি, অন্য মত, অন্য চিন্তা। এগুলি কোন কিছুই আক্রান্ত হবে না।

তবে হ্যাঁ, আপনাকে আমার এই নিরাপত্তা দানকে সুযোগ মনে করে কোন অন্যায় করতে দেয়া হবে না, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আমি আপনার পাশে এস দাঁড়াব, সরিয়ে দেব আপনার অবস্থান জালিমের জায়গা থেকে ভাল কিছুতে যদি আল্লাহ চান। আপনি আমাকে এক্সপ্লয়েট করতে পারবেন না, কারণ আমি এক্সপ্লয়েট হতে শিখিনি।

4 comments:

নিঝুম said...

আমি আপনার কাছে নিরাপদ - শুনে সুখী হলুম :P

মাহমুদ রহমান said...

না বললে তো একটা ভুল থেকেই যেত মনে হচ্ছে......কি মুশকিল! (আমার সমালোচকরা বলত, এটা নাকি আমার ফেভারিট ডায়ালগ "কি মুশকিল")

void said...

সবাই এরকম করে ভাবতে পারলে ভাল লাগত...

(অপ্রাসঙ্গিক)আমি কিছুদিন আগে 'কি আশ্চর্য' খুব বলতাম । সবাই আমার কথায় কথায় আশ্চর্য হওয়া দেখে ক্ষেপে যেত.. :))


[আচ্ছা, অপ্রাসঙ্গিক বানান টা কি হয়েছে? :/ ]

মাহমুদ রহমান said...

ধন্যবাদ বোন...

হা হা হা.... ভালো বলেছেন, এরকম আরও আছে.. কি বিপদ!, কি অবস্থা!

আমার মনে হয় ঠিকই আছে..... এরকম না হলে আর কেমন হবে?